নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যাকসন হাইটসে বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ০২:০৭ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৪ | ০২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
জ্যাকসন হাইটসে বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত

Screenshot

গত রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারের ২য় তলায় মানবাধিকার সংস্থা হিউমান সাপোর্ট করপোরেশনের উদ্যোগে বিনামুল্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন (ফ্লু-শট) প্রদান কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। গত ১২ বছর ধরে প্রবাসীদের বিনামুল্যে টিকা দিচ্ছে এই সংস্থাটি।

অভিবাসনের মর্যাদা না থাকলে বিনামুল্যে চিকিৎসা-সেবার ‘ইন্স্যুরেন্স কার্ড’ পাওয়া যায়না। এর ফলে অনেক প্রবাসী উচ্চমুল্যে চিকিৎসা গ্রহণে সক্ষম হচ্ছেন না বলেই ‘হিউম্যান সাপোর্ট সেন্টার’র পক্ষ থেকে সেবামুলক এই কর্মসুচির আয়োজন করা হয়।

সংস্থাটির প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান আলী বলেন, হিউম্যান সাপোর্ট কর্পোরেশন’ একটি মানবিক সংস্থা। গত একযুগ ধরে আমরা বছরের বিভিন্ন সময়ে টিকাদান কর্মসুচির আয়োজন করে আসছি। বিশেষ করে যাদের হেল্থ ইন্স্যুরেন্স নেই, তাদের জন্যে এটি অত্যন্ত গুরুত্বপুর্ণ অবদান রাখে।

তিনি আরও বলেন, প্রতি বছর গড়ে ৯০ লাখ থেকে ৪ কোটি আমেরিকাবাসী ফ্লু-তে আক্রান্ত হয় এবং মৃত্যুর সংখ্যা ৪১ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে। অর্থাৎ এটি ভয়ংকর একটিম ঘাতক। এই পরিস্থিতির প্রেক্ষিতে‘হিউম্যান সাপোর্ট সেন্টার’ জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিবাসনের মর্যাদা না থাকা প্রবাসীদের জন্য বিনামুল্যে টিকাদান কর্মসুচি পালন করছে। তিনি জানান, বিনামুল্যে টিকাদান কর্মসুচিতে সহায়তা করেছে ‘ওয়ালগ্রিন ফার্মেসি’।

কর্মসুচিতে ওয়ালগ্রিন ফার্মেসির ম্যানেজার কার্তিদা সাহ প্রবাসীদের টিকা দেন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড:সিদ্দিকুর রহমান ও মিসেস শাহানারা রহমান, শেখ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, অজিৎ ভৌমিক, এড.শামসুদ্দোহা.সৈয়দ কিবরিয়া জামান প্রমুখ।

শেয়ার করুন