নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন-২০২৪

বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪ | ০৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ | ০৫:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন কমিশন নির্বাচনের অফিসিয়াল ফলাফল ঘোষণা এবং নির্বাচনে বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকের সোসাইটি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রাথীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন। উল্লেখ্য, সোসাইটির দ্বিার্ষিক (২০২৫-২০২৬) ানর্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করে। নির্বাচনে তাদের একমাত্র প্রতিদ্ব›িদ্ব ছিলো ‘রুহুল-জাহিদ’ প্যানেল।

অনুষ্ঠানের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আমরা আমাদের সাদ্যমত স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করার চেষ্টা করেছি। সবার সহযোগিতায় সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে- এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এরপর তিনি অফিসিয়ালী নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এসময় কমিশনের সদস্যদের মধ্যে মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দীন, মোহাম্মদ এ হাকিম ও আহবাব চৌধুরী খোকন উপস্থিত ছিলেন।

‘সেলিম-আলী’ প্যানেলের বিজয়ীরা হলেন: সভাপতি- আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজজামান কামরুল, সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহকারী সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক- জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশরাফ আলী খান লিটন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- হাসান জিলানী এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ সাদিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মনসুর আহমেদ, হারুন চেয়ারম্যান, জাহাঙ্গীর শহীদ সেহরাওয়ার্দী ও হাসান খান।

পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি নির্বাচনের ফলাফলের অফিসিয়াল কপি ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহ নেওয়াজ ও সদস্য সচিব তোফায়েল ইসলাম চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এরপর বিজয়ী প্রার্থীদের মাঝে সাটিফিকেট বিতরণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের সদস্যরা সার্টিফিকেটগুলো বিজয়ীদের মাঝে তুলে দেন।

সার্টিফিকেট গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম নির্বাচন কমিশন এবং সব ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনারা আমাদের যে গুরু দায়িত্ব দিয়েছেন তা আপনাদের সবার সহযোগিতায় বাস্তবায়ন করবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীও নির্বাচন কমিশনার এবং ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সঙ্গে নিয়েই আমরা বাংলাদেশ সোসাইটিকে এগিয়ে নিয়ে যাবো।

এদিকে নির্বাচন কমিশন অফিসিয়াল নির্বাচনী ফলাফল ঘোষণার পর ‘সেলিম-আলী’ প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতা, নিরপেক্ষতা, এবং সর্বজন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রতিটি পদক্ষেপ সুনিপুণভাবে পালন করেছে। এর ফলে নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ, সুষ্ঠু এবং সবার আস্থাভাজন হয়েছে। নির্বাচনের এই প্রক্রিয়াকে সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠা এই নির্বাচনে সবার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতের জন্যও প্রেরণাদায়ক হয়ে থাকবে। খবর ও ছবি ইউএনএ’র।

১১ নভেম্বর সোমবার সেলিম-আলী পরিষদের বিজয় উৎসব

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী সেলিম-আলী পরিষদ সোমবার ১১ নভেম্বর সোমবার বিজয় উৎসবের আয়োজন করবে। উডসাইডস্থ তিব্বত কমিউনিটি সেন্টারে সন্ধ্যায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহ নেওয়াজ,চেয়ারম্যান আজমল হোসেন কুনু, প্রধান সমন্বয়কারী কাজী আজহারুল হক মিলন, কো কনভেনর কাজী আজম, সদস্য সচিব কাজী তোফায়েল ইসলাম, নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী অনুষ্ঠানে যোগদানের জন্য কমিউনিটির সদস্যদের আমন্ত্রন জানিয়েছেন।

গত ২৭ নভেম্বর বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্ক’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জণ করে।

শেয়ার করুন