বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসে এক সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দীন শাহী নামে এক বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার ৩০ নভেম্বর রাত আনুমানিক ৯ টার দিকে ব্রঙ্কসের ক্যাসেল হিল এবং বার্কনার বুলোভার্ডের সংযোগস্থলে রাস্তা পারাপারের সময় একটা গাড়ী তাকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
জানা গেছে, নিহত জালাল উদ্দীন শাহী দীর্ঘ ১২ বছর যাবত ব্রঙ্কসের ক্যাসলহিল এলাকায় বসবাস করছিলেন। তার দেশের বাড়ী সিলেটের শিবগঞ্জে। যুক্তরাষ্ট্রে আসার আগে সিলেট বন্দর বাজারে ‘লন্ডন ফটো স্টুডিও’ নামের তার একটা অতি সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। তার বয়স হয়েছিলো প্রায় ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তারা দেশে বসবাস করেন। তার বড় ভাই জামাল উদ্দীন নিউইয়র্কে এমটিএ-তে কর্মরত।