নিউইয়র্ক     শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আঞ্চলিক পুলিশিং ইউনিটের জন্য অস্ট্রেলিয়ার ২৭ কোটি ডলার অর্থায়ন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ০১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ | ০১:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
আঞ্চলিক পুলিশিং ইউনিটের জন্য অস্ট্রেলিয়ার ২৭ কোটি ডলার অর্থায়ন

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পুলিশের উন্নত প্রশিক্ষণ এবং আঞ্চলিক পুলিশিং ইউনিট তৈরির জন্য ২৭ কোটি মার্কিন ডলার অর্থায়নের পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। এই অঞ্চলে চীনের আধিপত্য কমাতে এ উদ্যোগ নিয়েছে দেশটি।

প্যাসিফিক পুলিশিং ইনিশিয়েটিভ কর্মসূচির আওতায় প্রশান্ত মহাসাগরজুড়ে চারটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি ব্রিসবেন শহরে একটি আলাদা হাব তৈরির ঘোষণা দেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।

এই অঞ্চলের যেকোনো সংকট মোকাবিলায় কাজ করবে এই পুলিশবাহিনী। সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও শক্তিশালী করতে নিজেদের সক্ষমতার কথা জানান অ্যালবানিজ।

তবে এই উদ্যোগে চীনকে অন্তর্ভূক্ত করা হয়নি। ইতোমধ্যে সলোমন দ্বীপপুঞ্জ ও কিরিবাতিতে কাজ করছে পুলিশ। সূত্র: এখন টিভি।

শেয়ার করুন