এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসালের ওজন পার্ক চ্যাপ্টারের প্রি-কনভেনশন এবং নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ৩ নভেম্বর। এতে সংগঠনের আজীবন সদস্যপদ বৃদ্ধি এবং ১৩ ও ১৪ ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয়। সভার কনভেনর ও সানম্যান মানি ট্রান্সফারের প্রেসিডেন্ট মাসুদ রানা তপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন ওজোন পার্ক কমিটির প্রেসিডেন্ট এএসএম মাইন উদ্দীন পিন্টু ও সেক্রেটারী শান্তনু বড়ুয়া।
Screenshot
অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) এর উদ্দেশ্য হল সমস্ত দক্ষিণ এশীয় শ্রমিকদের কর্মক্ষেত্রসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায্যতা, সম্মান, মর্যাদা এবং অগ্রগতির সুযোগ নিশ্চিত করা।
৩ নভেম্বর রোববার সন্ধ্যায় ওজন পার্কের লিবার্টি এভিনিউ’র একটি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসাল’র ফাউন্ডার ও ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরী। ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে অ্যাসাল-এর কার্যক্রম আরো সুসংহত এবং দক্ষিণ এশীয় আমেরিকান স¤প্রদায়ের উন্নয়নে গুরুত্বপ‚র্ণ অবদান রেখে চলেছে। নতুন কার্যকরী কমিটির কর্মকর্তাদের মঞ্চে ডেকে পরিচিতি তুলে ধরেন ওজন পার্ক চ্যাপ্টারের প্রেসিডেন্ট এএসএম মাইনুদ্দিন পিন্টু। এসময় তিনি সাউথ এশিয়ান আমেরিকানদের অ্যাসাল-এর কর্মকান্ডে সক্রিয় হওয়ার আহবান জানান। সসভায় আরো বক্তব্য রাখেন ব্রæকলিন চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান মানিক, কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট কাজী ফরিদ আহমেদ, ন্যাশনাল ওমেন কমিটির চেয়ার আদান ইসলাম, পিন্সিপাল সুলতান আহমেদ,নাজমা বেগম এবং ওজন পার্ক চ্যাপ্টারের ওম্যান কো-চেয়ার উর্মি বড়ুয়া প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতি মাসুদ রানা তপন বলেছেন, অ্যাসাল-এর পরবর্তী জাতীয় সম্মেলন ১৩-১৪ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। সেখানে ওজন পার্ক চ্যাপ্টারের আমরা অনেকেই অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছি।