১৬ গত জানুয়ারী বৃহস্পতিবার বারী গ্রæপের প্রধান কার্যালয়ে মিশিগানের হ্যামট্র্যামেক শহরের মেয়র আমির গালিব বারী গ্রæপের সিইও আসেফ বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের শুরুতে আসেফ বারী মেয়র আমির গালিবকে ফুলেল শুভেচ্ছা জানান। মেয়র আমির গালিব এক সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক শহরে আসেন।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত এক বৈঠকে উভয়ই নিউইয়র্ক ও মিশিগান শহরের ইয়েমেনী ও বাঙালি মুসলিম কমিউনিটির উন্নয়ন সম্পর্কিত আলোচনা করেন। এছাড়াও ইসরায়েল ও হামাসের যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা হয়। এই যুদ্ধবিরতি ফিলিস্তিনের পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের জন্য স্বস্থি বয়ে আনবে বলে দু’জনে একমত হোন।
বৈঠকে উপস্থিত ছিলেন হ্যামট্র্যামেকের পুলিশ প্রধান জামিয়েল আলতাহেরী, বারী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ব্লু গ্রীন ইন্সুরেন্সের সিইও মফিজুর রহমান, শাহ গ্রুপের সিইও শাহ জে চৌধুরী। -প্রেস বিজ্ঞপ্তি অনুসারে