গত ৭ জুলাই রোববার লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কের ঈগল প্যাভিলিয়নে সম্মিলিত প্রবাসী রংপুরবাসীর বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত বনভোজনে বিপুলসংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। বালাদেশে সোস্যাল ওয়ার্কে অবদান রাখায় একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত সমাজকর্মী আব্রাহাম লিংকন এবং বারী হোম কেয়ার’র প্রেসিডেন্ট মুনমুন হাসিনা বারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবারের বনভোজনে ।
রংপুরবাসীরা ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন এই আয়োজনে।
এবারের বনভোজনে ছিলো মজাদার খাবার, খেলাধুলা, সঙ্গীত অনুষ্ঠান,র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ পর্ব। র্যাফেল ড্র-তে ছিলো আকষর্ণীয় পুরষ্কার। বারী হোম কেয়ার ও সিলেট মটরস ইনক’র সৌজন্যে প্রথম পুরস্কার দেয়া হয় গাড়ি।
এছাড়াও ছিল স্বর্ণের চেইন, নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রিটার্ণ টিকিট, টিভি, ল্যাপটপসহ আরো অনেক আকষর্ণীয় পুরস্কার।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রায়ান তাজ ও প্রমি তাজসহ প্রবাসের বিশিষ্ট সংগীত শিল্পীবৃন্দ।
বনভোজনের আহবায়ক ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, আসেফ বারী টুটুল, এ.বি এম মিজানুল হাসান, যুগ্ম আহ্বায়ক ছিলেন মোঃ আব্দুল্লাহ আরিফ, মো: আরিফ হোসেন মিথু, ডা. নাফিসুর রহান, পিপুল মোঃ রাজু আহমেদ জাদু, মোঃ আব্দুর রকিব, শাহ মোহাম্মদ ফরিদ, মো রেজাউল ইসলাম, সদস্য সচিব মোঃ আব্দুল মোতালেব, জাকিউল উদ্দিন উৎপল, উজ্জল রায়।
০সাংস্কৃতিক পর্বের দায়িত্বে ছিলেন কামনা হাসান, মিলন কুমার রায়, মো: মোহর খান, সৈয়দ মুজতবা আলী শুভ, সত্যাকি রায় দোলা। অর্থ বিভাগের দায়িত্বে ছিলেন, মোঃ আরিফ হোসেন মিথুন (প্রধান), আসেফ বারী টুটুল, মোঃ জাহাঙ্গীর আলম, জাকিউল উদ্দীন উৎপল, মোঃ ওমর ফারুক, বাকি বিল্লাহ ফরিদী। প্রধান সমন্বকারী ছিলেন শাহ মাহমুদ নজরুল ইসলাম। উপদেষ্টামন্ডলীর সাঈদ এম রহমান লাবু, প্রিন্স রায়হান, মাসুদ আলম মিঠু, মাহবুবুল আলম, মোঃ মশিউর রহমান, একরামুল ইসলাম মুকুল, মোঃ নুর ইসলাম বর্ষণ, এ আর এম রাকীব উদ্দিন টিপু, মেহবুব সরকার কোয়েল, খতিব উদ্দিন সরকার ও দিদারুল ইসলাম।
অনুষ্ঠানটি সফল করার জন্য সহযোগিতা করেন আব্দুস সালাম, ফরিদ আহমেদ লাভলু, মেজবানুর রহমান নিক্সন, রাকিবুজ্জামান লিখন, সাফিন আহমেদ জুয়েল, আবু সুফিয়ান, অনিক, সাজেদুর রহমান মওলা, লিটন, মাসুদ, মো: আব্দুর রাজ্জাক, হেলালুজ্জামান হেলাল, আব্দুল মান্নান, মো: হক মিন্টু, মারুফা বেগম ময়না, মুনমুন হাসিনা বারী, ফরিদা উদ্দিন, ছাইফুন নাহার, সুইটি, হুসনা লাইজু রিবন, মনিরা বেগম লিপি, আলেয়া বেগম, আফরোজা খাতুন, জোবায়দা জান্নাত পপি, মো: মোকাররম হোসেন, ডা: মোরসালিম, মেহারুল হোসেন খোকন, জুয়েল তাুলকদার, প্রভাব বোস, স্বপন, আওরান হোসেন, আমিনুল ইসলাম রাঙা, ড. সুলতান মাহমুদ, মো: মঈদুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ, মোহাম্মদ তেনু ইসলাম, প্রদীপ চন্দ্র রায়, ফরহাদ আলী, সাবু খান, জিয়াউল আরহাম শিপলু, সুনীল কুমার রায়, মনছুরা বেগম বিউটি, আমিনুল ইসলাম খান, মো: মোশফেকুল ইসলাম বকুল, মিল্টন বর্মন, অনিতা রায়, প্রশান্ত সরকার, মো: আকতারুজ্জামান, মো: ফরহাদুল ইসলাম, মোফাখখারুল ইসলাম, তমাশ, রাজু, রানা, মো: আব্দুর রাজ্জাক, শাহজাহান, রবিউল ইসলাম, মাসদুর রহমান, মোঃ সোলায়মান মিয়া, মোঃ তাহের, মোকতার আলী, শাহানা সুমী, ডফিন, উজ্জল সরকার, রায়হান, নাছিমা, ডাঃ নিুলফার ইয়াসমিন, সিমী, আঁখি সরকার, শাহীন খান সুইটেন, কামরুন নাহিদ রুমা, নুশরাত জাহান তানি, খায়রুল আলম, সাইফুন নাহার। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজকরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।