নিউইয়র্ক     শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফিলিপাইনে সমাবর্তন অনুষ্ঠানে গুলি, নিহত ৩

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ০৬:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ জুলাই ২০২২ | ০৬:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
ফিলিপাইনে সমাবর্তন অনুষ্ঠানে গুলি, নিহত ৩

ফিলিপাইনের কুইজন শহরের অ্যাতেনিও ডি মেনিলা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাবেক মেয়রও রয়েছেন। পুলিশের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার এ হামলার ঘটনা ঘটে। হামলার লক্ষ্যবস্তু ছিলেন দক্ষিণাঞ্চলীয় লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগা। তিনি ওই সমাবর্তন অনুষ্ঠানে তাঁর মেয়ের সঙ্গে যোগ দিয়েছিলেন। তাঁর মেয়ে অ্যাতেনিও ডি মেনিলা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এই হামলার ঘটনায় সাবেক মেয়র রোজ ফুরিগা ছাড়াও নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মী ও অজ্ঞাত এক যুবক। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বাতিল করা হয়েছে। কুইজন শহরের পুলিশের প্রধান র‍্যামস মেডিনা বলেন, হামলাকারী ব্যক্তিও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের গুলিতে আহত হন। পরে তাঁকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

শেয়ার করুন