নিউইয়র্ক     শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ কর্মকর্তার ওপর হামলা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ১০:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ কর্মকর্তার ওপর হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ তাহের চৌধুরী। মঙ্গলবার (২৩ আগস্ট) তার বাসার সামনে দুর্বৃত্তরা হামলা করে।

হামলায় মারাত্মক আহত তাহের চৌধুরীকে জ্যাকবি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন। আহত পুলিশ কর্মকর্তার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জের বাহুবল উপজেলার লাখাই খাগাউড়া গ্রামে।

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি অফিসার তাহের চৌধুরীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রঙ্কসের কমিউনিটি নেতা মোহাম্মদ এন মজুমদার। তিনি এ ঘটনার নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে হামলার প্রতিবাদে ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টায় ব্রঙ্কসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকানস। সূএ : সময় টিভি

পরিচয়/এমউএ

শেয়ার করুন