ইউক্রেন সংঘাতে মস্কো যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে মারাত্মক পরিণতির জন্য রাশিয়াকে ‘গোপনে’ সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অবশ্য এই বিষয়ে তাদের বার্তা ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখতে চেয়েছে।
ওয়াশিংটন পোস্টের সূত্র উল্লেখ করেছে যে, সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক বিষয় নিয়ে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে। অবশ্য যুক্তরাষ্ট্র কর্মকর্তারা বলতে রাজি হননি যে কে এই বার্তাগুলো দিয়েছে এবং বার্তাগুলো ঠিক কি নিয়ে ছিল।
তবে বুধবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রিজার্ভ সেনার আংশিক সমাবেশ এবং দেশের অখণ্ডতা রক্ষায় পারমাণবিক অস্ত্রসহ ‘সব ধরনের ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে ওয়াশিংটন মস্কোর সঙ্গে যোগাযোগ করেছে কি না তা স্পষ্ট নয়।
অবশ্য যুক্তরাষ্ট্র কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া পরমাণবিক হামলার প্রস্তুতি নিয়ে এমন কোনো লক্ষণ নেই বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।
পরিচয়/সোহেল