এ যেনো এক ভবিষ্যতের নগরী। শহর বলতে আমরা যা চিনি তার ধারনাই বদলে দিতে যাচ্ছে সৌদি আরব। ছড়িয়ে ছিটিয়ে থাকা ভবনের পরিবর্তে লম্বা একটি লাইনের মধ্যে তৈরি করা হবে ভবিষ্যতের নগরী নিওম। আর সেই নগরীর প্রাথমিক ডিজাইন ঘোষণা করলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একে তিনি বলেন ‘দ্য লাইন’। ভিশন ২০৩০কে সামনে রেখে যেসব বড় বড় মেগা প্রজেক্ট হাতে নেয়া হয়েছে এই নিওম শহর তারই একটি। এরমধ্য দিয়ে নিজের অর্থনীতিতে বৈচিত্রতা আনবে সৌদি আরব। এ খবর দিয়েছে আরব নিউজ।
এই লম্বা শহরের দুই পাশে থাকবে স্বচ্ছ দেয়াল। সেই দেয়ালে আলো প্রতিফলিত হবে। এই দেয়ালগুলো প্রায় অর্ধকিলোমিটার উঁচু হবে।
পিরামিড নির্মান করে ফারাওরা যেমন ইতিহাসে স্থান করে নিয়েছেন, এই নিওম হতে যাচ্ছে ক্রাউন্স প্রিন্স সালমানের পিরামিড। পুরো শহরটি একটি লম্বা লাইন যা হবে ১২০ কিলোমিটার জুড়ে। তাতে ৯০ লাখ মানুষ থাকবে বলে ধারণা করা হচ্ছে। উপকূলীয়, পর্বত এবং মরুভূমির মধ্য দিয়ে এই শহর যাবে। লম্বায় ১২০ কিলোমিটার হলেও পাশে শহরটি হবে মাত্র ২০০ মিটার। এখানকার বাসিন্দাদের জন্য কমিউনিটি ক্যান্টিন এবং কো-লিভিং রান্নাঘর থাকবে। বাসিন্দাদের খাবারের জন্য মাসে মাসে সাবস্ক্রিপশন ফি দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী, বিল্ডিংয়ের নিচ দিয়ে একটি হাই-স্পিড ট্রেন চলবে।বিশ্বের সেরা স্থপতি এবং প্রকৌশলীদের দিয়ে এই শহর নির্মাণ করা হবে। শহরের মধ্যে থাকবে সবুজ প্রকৃতির ছোয়াও। এছাড়া এখান থেকে কোনো কার্বন নিঃসরণ করা হবে না। এটি নির্মানে ব্যয় হবে এক ট্রিলিয়ন ডলার। এই শহরে যারা থাকবেন তারা মাত্র ৫ মিনিট দূরত্বের মধ্যে প্রয়োজনীয় সকল সেবা গ্রহণ করতে পারবেন। সর্বোচ্চ ২০ মিনিট লাগবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে।