চীন ও তাইওয়ানের নৌবাহিনীর অন্তত ১০টি নৌযান আজ রোববার সকালে তাইওয়ান প্রণালির মধ্যরেখার (মেডিয়ান লাইন হিসেবে পরিচিত) কাছাকাছি মুখোমুখি অবস্থান নিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রটি জানিয়েছে, চীনা নৌযানগুলো সমুদ্ররেখার অস্বীকৃত নিরাপদ অঞ্চলে ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে। অন্যদিকে তাইওয়ানের নৌযানগুলো চীনা নৌযানের গতিবিধি পর্যবেক্ষণের জন্য কাছাকাছি অবস্থান নিয়েছে।
তবে উভয় পক্ষই এখনো পর্যন্ত সংযম দেখিয়েছে। অপর একটি সূত্র রয়টার্সকে বলেছে, চীন ও তাইওয়ানকে বিভক্তকারী রেখার কাছে নৌবাহিনীর যাওয়া-আসা শুরু হয়েছে।
তাইওয়ানের কর্মকর্তারা বলেছেন, চীনা বিমান ও যুদ্ধজাহাজ দ্বীপে আক্রমণের মহড়া দিয়েই যাচ্ছে। এমন প্রেক্ষাপটে হোয়াইট হাউস বলেছে, তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, চীনের এ ধরনের কার্যকলাপ এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। তাদের উসকানিমূলক, দায়িত্বজ্ঞানহীন ও ভুল পদক্ষেপ নিঃসন্দেহে নিরাপত্তা ঝুঁকি বাড়াবে।
তাইওয়ান প্রণালিতে চীনের সামরিক মহড়ার মধ্যেই গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর শান্তিপূর্ণ হওয়া সত্ত্বেও বেইজিং ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।