নিউইয়র্ক     শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘সমরকন্দ ঘোষণা’য় স্বাক্ষর এসসিও নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘সমরকন্দ ঘোষণা’য় স্বাক্ষর এসসিও নেতাদের

‘সমরকন্দ ঘোষণা’য় স্বাক্ষর করেছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলোর নেতারা। মধ্য-এশিয়ার দেশ উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সমরকন্দে এসসিওর ২২তম সম্মেলনের শেষ দিন শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সমরকন্দ ঘোষণা প্রকাশ করা হয়।

কাউন্সিল অব হেডস অব স্টেট অব দ্য এসসিও’র স্বাক্ষরিত সমরকন্দ ঘোষণায় আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা, আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, খাদ্য সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার বিষয়ে বেশ কিছু বিবৃতি দেয়া হয়েছে। এছাড়া সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের অংশগ্রহণের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সংগঠন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উজবেকিস্তানের রাজধানী সমরকন্দে শুরু হয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ২২তম শীর্ষ সম্মেলন।

সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি যোগ দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য সদস্য দেশগুলোর নেতারা। প্রথমবারের মতো সম্মেলন অংশ নেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সূএ : সময় টিভি
পরিচয়/সোহেল

শেয়ার করুন