ব্যক্তিগত জীবন নিয়ে গত দুদিন ধরে আলোচনার মুখে পড়েছেন নায়িকা বুবলী। সেইসঙ্গে তার সন্তানের বাবা হিসেবে উঠে আসে শাকিব খানের নাম! এদিকে আজ বুবলী নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তার সন্তানের পিতা শাকিব খান। তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। বুবলীর পোষ্টের কিছুক্ষন পর পুত্রকে নিয়ে একই পোষ্ট করেছেন শাকিব খান। জানা গেছে, শাকিব ও বুবলী দুজনের পুত্র সন্তানের বয়স আড়াই বছর। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে।
পরিচয়/সোহেল