শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। আরব আমিরাতের দেয়া টার্গেটে ব্যাট করে ৩ উইকেট ও ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় ডাচরা। আজ রবিবার (১৬ অক্টোবর) জিলংয়ের কার্ডিনিয়া ওভালে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
আরব আমিরাতের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ডাচদের। দলীয় ১৪ রানেই বিদায় নেন বিকরমজিত সিং। শুরুর ধাক্কা কিছুটা সামাল দেয়ার পর ম্যাক্স ও’ডউডকে দলীয় ৪১ রানে প্যাভিলিয়নের পথ দেখান জুনায়েদ সিদ্দিক। এরপর ৮০ রানের মধ্যে ৪ উইকেট হারায় নেদারল্যান্ডস। ৭ম উইকেটে ২৭ রানের জুটি গড়ার পর ফিরে যান টিম ফ্রিঙ্গেল। তিনি ১৬ বলে করেন ১৫ রান।
এরপর আর দলকে কোন বিপদের না ফেলে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও লোগান ভ্যান বিক। এডওয়ার্ডস ১৬ রানে ও ভ্যান বিক ৪ রানে অপরাজিত থাকেন। আরব আমিরাতের হয়ে জুনায়েদ ৩টি, বাসিল হামিদ, আয়ান আফজাল, কার্তিক মিয়াপ্পান ও জহুর খান একটি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলে আমিরাত। দলীয় ৫৯ রানে ফেরেন দাউদ। ব্যক্তিগত ৪১ রানে আউট হন ওয়াসিম। স্কোরকার্ডে ৮ রান যোগ হতে ফরিদ। বৃত্তি অরবিন্দ করেন ১৮ রান। বাসিল ফেরেন ৪ রান করে। ১ রান করে ফেরেন দলনেতা রিজওয়ান। শেষদিকে ৫ রান করেন আয়ান আফজাল খান। উল্লেখ্য, আজ দিনের প্রথম ম্যাচ মুখোমুখি হয় শ্রীলঙ্কা-নামিবিয়া। এশিয়া চ্যাম্পিয়নদের ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে আফ্রিকার দেশটি।