নিউইয়র্ক     শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শুধরানোর চেষ্টা দীঘির

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২ | ০৮:২১ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ আগস্ট ২০২২ | ০৮:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
শুধরানোর চেষ্টা দীঘির

প্রার্থনা ফারদিন দীঘি। নায়িকা হওয়ার পর নানা আলোচনা-সমালোচনার মধ্যদিয়ে যেতে হচ্ছে। তবে নিজেকে বর্তমানে শুধরে নেয়ার চেষ্টা করছেন। এমনটাই জানালেন তিনি। এই নায়িকা বলেন, আসলে শিশুকালে কোনো সমালোচনার মুখে পড়তে হয়নি। কারণ বাচ্চাদের কোনো হেটার্স থাকে না। নায়িকা হওয়ার পর অনেক কথা শুনেছি। তবে আমার ভালো চান অমাকে যে যেটা সাজেশন দেয় সেটা আমি মনোযোগ সহকারে শুনি। ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছি ইতমিধ্যে। শুধরে নেয়ার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’।

আশা করছি সামনেও আমাকে ভালো কাজে দেখতে পাবেন। দীঘিকে কবে বড় পর্দায় দেখা যাবে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, চলতি বছরেই দেখা যাবে। আমার দুই সিনেমা ‘মুজিব’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ মুক্তি পাবে শিগগিরই। দীঘির টিকটক করা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন বারবার। এই মাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করছেন বলেও জানালেন। তিনি বলেন, শুধু আমি না অনেক তারকাই টিকটক করে। তাদের তো প্রশ্ন করা হয় না। টিকটক করায় আমাকে নিয়েই বেশি কথা হয়। তবে এখন টিকটক করার সময়ই পাই না যদিও। ফ্রি সময়ে করি। সময় দিতে পারছি না। আর টিকটক থেকে বের হওয়ারও চেষ্টা করছি। আপনারাও আমাকে নিয়ে এই ধারণা থেকে বের হওয়ার চেষ্টা করেন প্লিজ!

শেয়ার করুন