নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘শি জিনপিংকে মোটেও ভয় পাই না’ , তাইওয়ানের মাটিতে নেমে বার্তা যুক্তরাষ্ট্রের সিনেটরের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২ | ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৭ আগস্ট ২০২২ | ১২:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
‘শি জিনপিংকে মোটেও ভয় পাই না’ , তাইওয়ানের মাটিতে নেমে বার্তা যুক্তরাষ্ট্রের সিনেটরের

যুক্তরাষ্ট্রের সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন বৃহস্পতিবার বেইজিংয়ের চাপকে উপেক্ষা করে তাইওয়ান সফরে গেছেন। তাঁর স্পষ্ট বার্তা, হাজার হুমকি সত্ত্বেও তাইওয়ানের পাশে দাঁড়াবে আমেরিকা। কারণ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে মোটেও ভয় পান না তিনি। যুক্তরাষ্ট্রের হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির পর আর্মড সার্ভিসেস কমিটির সদস্য ব্ল্যাকবার্নের সফর বেশ তাৎপর্যপূর্ণ। ব্ল্যাকবার্ন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাইওয়ান আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার।

তাইপেইতে নিয়মিত উচ্চ-পর্যায়ের সফর দীর্ঘস্থায়ী যুক্তরাষ্ট্রের নীতির অংশ।”২৫ বছরের মধ্যে এই প্রথমবার পেলোসি, একজন সর্বোচ্চ যুক্তরাষ্ট্রের কর্মকর্তা হিসেবে তাইওয়ান দ্বীপের মাটি স্পর্শ করেন। তারপরেই গর্জে ওঠে চীন। বড় আকারের সামরিক অনুশীলনের হুমকি দিয়েছে তারা। যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে কয়েকদিন আগেই তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে প্রবেশ করে ৫১টি যুদ্ধবিমান। শুধু তাই নয়, স্বশাসিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা বলয়ে ঢুকে পড়েছিল ছ’টি চীনা রণতরীও।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দাবি করে যে তাইওয়ান তার ভূখণ্ডের অংশ, যদিও তারা এটি কখনও শাসন করেনি। তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের কোন আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে দ্বীপটিকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করতে আইন দ্বারা আবদ্ধ আমেরিকা। তবে চীনা আক্রমণের ক্ষেত্রে আমেরিকা সামরিকভাবে হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়টি এখনো অস্পষ্ট রয়ে গেছে।

শুক্রবার সকালে টুইটগুলিতে, যুক্তরাষ্ট্রের সিনেটর, তাইওয়ানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। মার্শা ব্ল্যাকবার্ন লিখেছেন, “আমি কখনই চীনা কমিউনিস্ট পার্টির কাছে যাব না। কারণ আমি শি জিনপিং ভয় পাই না। আমি তাইওয়ান এবং তাদের স্বাধীনতা ও গণতন্ত্রের অধিকারের সাথে দাঁড়াব।”শুক্রবার সকালে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েনের সাথে সাক্ষাত করে, ব্ল্যাকবার্ন গণতন্ত্র এবং স্বাধীনতার মূল্যবোধের উপর জোর দিয়েছিলেন। ব্ল্যাকবার্ন বলেছেন, “আমরা তাইওয়ানকে একটি স্বাধীন জাতি হিসাবে এগিয়ে যাওয়ার সাথে সাথে সাহায্য ও সমর্থন অব্যাহত রাখার জন্য উন্মুখ।

যুক্তরাষ্ট্রের সিনেটর তার তিন দিনের সফরে জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব ওয়েলিংটন কু এবং পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ-এর সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্ল্যাকবার্নের সফরের বিষয়ে চীনের তাৎক্ষণিক কোনো মন্তব্য ছিল না, তবে পেলোসির সফরের পর থেকে সামরিক মহড়া এবং বিবৃতি উভয়ের সাথেই তার ক্ষোভ প্রকাশ্যে এসেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসির সফরকে”দুষ্ট ও উসকানিমূলক কর্মকাণ্ড” হিসাবে বর্ণনা করার পাশাপাশি তাঁর তাইওয়ান সফরকে “চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ” বলে বর্ণনা করেছে । সূত্র : সিএনএন
পরিচয়/এমউএ

শেয়ার করুন