নিউইয়র্ক     শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

লা লিগায় বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৬:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৬:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
লা লিগায় বার্সার বড় জয়

বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের হতাশা ঝেড়ে ফেলে দিয়ে এলচের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে রবার্ট লেওয়ানভোডস্কির জোড়া গোলে এলচেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচে অপর গোলটি করেন মেমফিস ডিপে।

ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে বার্সা। ম্যাচের ৩৪ তম মিনিটে লেওয়ানভোডস্কি ভাঙ্গেন ডেডলক শটে প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পান। ৪২ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিপে নিজেই। বালডের সাথে পাস বিনিময়ে ডি বক্সের ভিতরে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন এই ডাচ ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে তিন মিনিটের মাথায় ফের সফরকারীদের জালে আছড়ে পড়ে লেওয়ানভোডস্কির বল। উসমান দেম্বেলের ক্রস থেকে নিখুঁত পাস লেওয়ানভোডস্কির কাছে পৌঁছান ডিপে। সেখান থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন পোলিশ এই স্ট্রাইকার। এরপর ম্যাচের বাকিটা সময় গোলের দেখা মেলেনি। যার ফলে ৩-০ ব্যবধানে জিতেই সন্তুষ্ট থাকতে হয় কাতালানদের।
পরিচয়/সোহেল

শেয়ার করুন