নিউইয়র্ক     শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লস অ্যাঞ্জেলেসে গোলাগুলিতে নিহত ২

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২ | ০৬:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ জুলাই ২০২২ | ০৬:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
লস অ্যাঞ্জেলেসে গোলাগুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পার্কের একটি কার শোতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের সান পেড্রোর কমিউনিটিতে একটি অনানুষ্ঠানিক কার শো চলছিল। তখন গোলাগুলির ঘটনা ঘটেছে।
ফায়ার ডিপার্টমেন্ট মুখপাত্র ব্রায়ান হামফ্রে বলেন, চিকিৎসাকর্মীরা গুরুতর আহত অবস্থায় সাতজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। পরে দুজন মারা গেছেন। তবে গোলাগুলির কারণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

হামফ্রে আরও জানান, কার শো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গাড়ি সংস্কৃতির অংশ। প্রায়ই ক্ল্যাসিক গাড়ির মালিক এবং শৌখিন রাইডাররা এখানে তাদের গাড়ি প্রদর্শনের জন্য জড়ো হন।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম কন্টেইনার পয়েন্ট অ্যাঞ্জেলেস পোর্টের দক্ষিণ-পশ্চিম প্রান্তে সান পেড্রো অবস্থিত। পুলিশ এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করেছে কিনা তা জানায়নি।

শেয়ার করুন