নিউইয়র্ক     মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রেমিট্যান্সে বড় ধাক্কা, ৭ মাসের মধ্যে সেপ্টেম্বরে সর্বনিম্ন

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২ | ০১:০১ অপরাহ্ণ | আপডেট: ০২ অক্টোবর ২০২২ | ০১:০১ অপরাহ্ণ

ফলো করুন-
রেমিট্যান্সে বড় ধাক্কা, ৭ মাসের মধ্যে সেপ্টেম্বরে সর্বনিম্ন

সরকারের নানা উদ্যোগের পরও চলতি বছরের সাত মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ২০২২-২০২৩ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৪ লাখ ৯ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা।

এই অঙ্ক গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক ৮৪ শতাংশ কম। চলতি অর্থবছরের ৯ মাসে প্রবাসীরা বৈধ পথে ৫৬৭ কোটি ২৭ লাখ ৪ হাজার যুক্তরাষ্ট্র ডলার দেশে পাঠিয়েছেন। আজ রবিবার (২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের তথ্য জানা গেছে।

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৫৩ কোটি ৯৫ লাখ (প্রায় ১.৫৪ বিলিয়ন) যুক্তরাষ্ট্র ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার। শুধু তাই নয়, সেপ্টেম্বরের প্রবাসী আয়ের এই অঙ্ক গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিলো প্রবাসীরা।

চলতি অর্থবছরের টানা দুই মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বৈধ পথে পাঠিয়েছেন প্রবাসীরা। গত আগস্ট মাসে ২০৩ কো‌টি ৭৮ লাখ (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। তার আগের মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। জুলাই মাসে পবিত্র ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ প্রবাসী আয় এসেছিল। তবে আগস্টে বড় উৎসব ছিল না, তারপরও প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়ায়।

প্রণোদনা ও ডলারের দাম বাড়ার পরও ২০২১-২০২২ অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন হয়। কেন্দ্রীয় ব্যাং‌কের তথ্য অনুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) যুক্তরাষ্ট্র ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২০২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সূএ : সাম্প্রতিক দেশকাল

পরিচয়/সোহেল

শেয়ার করুন