নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘রাশিয়া হারলে পশ্চিমাদের পরবর্তী লক্ষ্য হবে চীন’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২ | ১২:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ | ১২:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
‘রাশিয়া হারলে পশ্চিমাদের পরবর্তী লক্ষ্য হবে চীন’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ইউক্রেনে পাঠানোর জন্য নতুন করে আরও ৩ লাখ সেনা প্রস্তুত করার ডিক্রি জারি করেছেন। তার এ ঘোষণার পর বিষয়টি নিয়ে চীনে রীতিমতো উল্লাস চলছে।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে সাধারণ চীনারা পুতিনের এ সিদ্ধান্তকে সমর্থন জানান। উইবুতে একজন লিখেছেন, যুক্তরাষ্ট্র যে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে সেটি বন্ধ করতে হবে। আর এবারই এটি সুযোগ।

আরেকজন লিখেছেন, যদি রাশিয়া পশ্চিমা ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে যায় তাহলে পশ্চিমাদের পরবর্তী লক্ষ্য হবে চীন। কারণ তখন পশ্চিমাদের সঙ্গে লড়াই করার মতো একমাত্র শক্তি থাকবে চীন। তারা চীনকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে।

আরেকজন লিখেছেন, আমাদের দেশের দিক থেকে, আমাদের এমন একটি রাশিয়া দরকার যেটি শক্তিশালী না আবার দুর্বলও না। এদিকে উইবুতে খুব অল্প সংখ্যক মানুষই যুদ্ধের বিরুদ্ধে মন্তব্য করেছেন। কিন্তু কিছুক্ষণ পর সেই মন্তব্যগুলো আর খুঁজে পাওয়া যায়নি। সূত্র: দ্য গার্ডিয়ান

পরিচয়/সোহেল

শেয়ার করুন