রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে পাকিস্তানে গ্যাস সরবরাহ করা সম্ভব। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজারবাইজানের সামারখন্দে দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয় বৃহস্পতিবার। তারা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটে যোগ দিতে গিয়েছেন সেখানে। এতে মূল সামিটের পাশাপাশি তাদের মধ্যে পাকিস্তান স্ট্রিম গ্যাস প্রজেক্ট নিয়ে কথা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসসিও’র কাউন্সিল অব হেডস অব স্টেটের বার্ষিক সম্মেলন। দু’দিনের এ সম্মেলন শেষ হচ্ছে শুক্রবার। পুতিনের সঙ্গে বৈঠকের পর তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রেহমনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেহবাজ শরীফ। তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
দ্বিপক্ষীয় সম্পর্কে সহযোগিতার পারস্পরিক সুবিধার বিষয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতেও তারা কথা বলেন। পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতিতে সাহায্য সহযোগিতার জন্য তাজিকিস্তানের প্রতি ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সভাপতিত্বে শুরু হয়েছে এসসিওর সামিট। সেখানে আলোচনা হওয়ার কথা আন্তর্জাতিক এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যু। এর মধ্যে থাকছে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই সরবরাহ চেইন।
পরিচয়/সোহেল