নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া ছাড়লেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাশিয়া ছাড়লেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সুলিভান মস্কো ছেড়েছেন। বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ ব্যাপারে এক বিবৃতিতে জানায়, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সুলিভান দূতাবাস ছেড়েছেন। ২০১৯ সালের ডিসেম্বরে ৬২ বছর বয়সী সুলিভানকে রুশ দূতাবাসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই প্রস্থানের পরই সুলিভান চার দশক কর্মজীবন থেকে অবসর নেবেন। এই চার দশকে পাঁচজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সুলিভানের উত্তরসূরি না আসা পর্যন্ত এলিজাবেথ রুড মস্কোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসাবে দায়িত্ব পালন করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পরিচয়/এমউএ

শেয়ার করুন