নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার দখলদারিত্বকে কখনও স্বীকৃতি নয় – বাইডেন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২ | ০৪:০৪ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২২ | ০৪:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
রাশিয়ার দখলদারিত্বকে কখনও স্বীকৃতি নয় – বাইডেন

ইউক্রেনে যে চারটি অঞ্চল রাশিয়া নিজেদের বলে ঘোষণা করতে যাচ্ছে, যুক্তরাষ্ট্র কখনও তার স্বীকৃতি দেবে না। আজ শুক্রবার এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, জোর করে অবৈধভাবে ইউক্রেনের চারটি অঞ্চল দখলে রেখেছে রাশিয়া। এ ছাড়া নামমাত্র যে ভোট করা হয়েছে, তা খুবই লজ্জাজনক।

দখল পদক্ষেপের জেরে মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন দখল করে নেয় রুশ বাহিনী।

এরপরই সেখানে আয়োজন করা হয় গণভোটের। রাশিয়ার দাবি, ইউক্রেনের ওই অঞ্চলগুলোর ৯৯ শতাংশ মানুষ রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। যদিও পশ্চিমা নেতারা ভোট ও ফল প্রত্যাখ্যান করেছেন।

এদিকে, ৩০ সেপ্টেম্বর শুক্রবারই দখল করা চার অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পরিচয়/টিএ

শেয়ার করুন