যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, ফাতেহা পাঠ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। মুনাজাত পরিচালনা করেন মওলানা নোয়াব আলী। দোয়া মোনাজাত শেষে তারা বঙ্গবন্ধুর বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো যারা ছিলেন তারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রথম কার্যকরী সদস্য শাহানারা রহমান। এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দর সাথে সেখানে উপস্থিত ছিলেন।