নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ, ঘোষণা বাইডেনের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০৫:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০৫:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ, ঘোষণা বাইডেনের

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বাইডেন বলেছেন, আমাদের এখনো একটি সমস্যা আছে কিন্তু পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। দেশটির পরিসংখ্যান দেখাচ্ছে, প্রতিদিন গড়ে ৪০০ জনের বশি যুক্তরাষ্ট্রের ভাইরাসে মারা যাচ্ছেন। এর আগে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা মহামারি শেষের দিকে। রবিবার সম্প্রচার হওয়া সিবিএস প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ভাইরাস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র এখনো অনেক কিছু করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাক্ষাৎকারে আরও বলেন, আপনি যদি লক্ষ করেন তাহলে দেখবেন কেউ আর মাস্ক পরছে না। সবাই বেশ অবস্থায় আছে… আমার মনে হয় পরিবর্তন হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মিডিয়াকে সোমবার বলেছেন, বাইডেনের এমন মন্তব্য কিন্তু নীতিতে পরিবর্তনের ইঙ্গিত না এবং চলমান কোভিড-১৯ জনস্বাস্থ্য জরুরি অবস্থা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিও স্বীকার করেছেন, পরিস্থিতির উন্নতি ঘটেছে। চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা দেশটিতে জরুরি স্বাস্থ্য অবস্থার মেয়াদ বাড়ান যা ২০২০ সালের জানুয়ারিতে জারি করা হয়। এটি দেশটিতে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

পরিচয়/সোহেল

শেয়ার করুন