যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চালকবিহীন দুটি গবেষণা জাহাজকে লোহিত সাগরে সংক্ষিপ্ত সময়ের জন্য আটকে রেখেছিল ইরান। পরে আবার তা ছেড়েও দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজ জামারান গত বৃহস্পতিবার লোহিত সাগরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় আন্তর্জাতিক শিপিং রুটে বেশ কয়েকটি যুক্তরাষ্ট্রের গবেষণা জাহাজের মুখোমুখি হয়েছিল। মনুষ্যবিহীন এসব জাহাজের মধ্যে দুটিকে আটক করে এক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, দুবার সতর্ক করার পর সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ওই দুটি ড্রোন আটক করা হয়েছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজগুলো প্রায় ২০০ দিন ধরে লোহিত সাগরের আশপাশে ছিল। ওই সব জাহাজ আশপাশের পরিবেশের ছবি তুলছিল। গত ১ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টার দিকে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বুঝতে পারে যে ইরানি জাহাজ যুক্তরাষ্ট্রের জাহাজের কাছে আসছে এবং পরে সেগুলোকে পানি থেকে সরিয়ে নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি শান্ত করার জন্য এবং ইরানের যুদ্ধজাহাজের সঙ্গে যোগাযোগ করার জন্য ইউএসএস নিটজে এবং ডেলবার্ট ডি ব্ল্যাক নামের দুটি যুক্তরাষ্ট্রের জাহাজ ঘটনা স্থলে। এ দুটি জাহাজ ওই এলাকার কাছাকাছি ছিল। পরের দিন (শুক্রবার) সকাল ৮টার দিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পরিচয়/এমউএ