নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২ | ১০:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ আগস্ট ২০২২ | ১০:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান

ইউক্রেনের স্বাধীনতা দিবসকে ঘিরে দেশটিতে রাশিয়ার হামলা বাড়তে পারে। এবিষয়ে সতর্ক করেছে কিয়েভের যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভব হলে দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের দূতাবাস তার ওয়েবসাইটে একটি সতর্কবার্তায় বলেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাছে তথ্য রয়েছে যে রাশিয়া আগামী দিনে ইউক্রেনের বেসামরিক-সরকারী অবকাঠামো ওপর হামলা আরও জোরদার করবে। এমন সম্ভাবনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের ব্যক্তিগত উপায়ে ইউক্রেন ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে মার্কিন দূতাবাস। এদিকে রুশ আক্রমণের উচ্চতর হুমকির মধ্যে বুধবার স্বাধীনতা দিবসের সব উদযাপন নিষিদ্ধ করেছে কিয়েভ।
পরিচয়/এমউএ

শেয়ার করুন