নিউইয়র্ক     সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে ফের তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২ | ১১:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ আগস্ট ২০২২ | ১১:২৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাজ্যে ফের তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

যুক্তরাজ্যে আরও একটি তাপপ্রবাহ আসছে। দেশটি এর মধ্যে রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত। তবে তাপমাত্রা গত মাসে দেখা রেকর্ড উচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি থেকে কম থাকবে। ধারণা করা হচ্ছে, এবারের তাপপ্রবাহটি আরও দীর্ঘস্থায়ী হবে। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, যুক্তরাজ্যজুড়ে ৩৫ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করতে পারে। কিন্তু আগামী শুক্রবার বা শনিবার তাপপ্রবাহ বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সব ধরণের আতশবাজি, ফানুস ও বারবিকিউর আয়োজন থেকে ব্রিটিশদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

গত শনিবার এসেক্সে একটি বাগানের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরে ১৫টি বাড়ি খালি করা হয়। এতে একাধিক বাগান, শেড ও আউটবিল্ডিং ধ্বংস হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) দেশটিতে প্রথমবারের মতো ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। এর আগে যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ২০১৯ সালের ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে সারের চার্লউডে তাপমাত্রা ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে উঠলেই ভেঙে যায় সেই রেকর্ড।

শেয়ার করুন