নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মৌসুমীর সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়ার আশা সানীর

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২ | ০৯:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ০৯:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
মৌসুমীর সঙ্গে বাকি জীবন কাটিয়ে দেওয়ার আশা সানীর

কিছু দিন আগে ভাঙনের সুর শোনা গিয়েছিল একসময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী ও ওমর সানীর সংসারে। তবে সেই ‘ঘরভাঙা’ ঝড় থেমেছে। দুজনে আবারও একসঙ্গে পথ চলার প্রত্যয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আর তাই এবার সব ভুলে মৌসুমীর সঙ্গে বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার আশা ব্যক্ত করলেন ওমর সানী।

সংসার জীবনে তারা পার করেছেন ২৭ বছর। আজ ২ আগস্ট ওমর সানী ও মৌসুমীর বিবাহবার্ষিকী। বিশেষ দিনটিতে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন সানী। তিনি লিখেছেন, ‘আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন। শুভ বিবাহবার্ষিকী মৌসুমী।’

উল্লেখ্য, ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন ওমর সানী ও মৌসুমী। এতে কাজ করতে গিয়েই মনের লেনাদেনা হয় তাদের। এরপর সেটা গড়ায় বিয়েতে। ১৯৯৫ সালের ৪ মার্চ তারা বিয়ে করেছিলেন। তবে সেটা গোপন রাখেন। পাঁচ মাস পর ২ আগস্ট তারা বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন। সেই থেকে ২ আগস্টই বিবাহবার্ষিকী পালন করে আসছেন এই দম্পতি।

ভালোবাসা আর মান-অভিমানে প্রায় তিন দশক ধরে সংসার করছেন সানী-মৌসুমী। তাদের সংসারে রয়েছে পুত্র ফারদিন ও কন্যা ফাইজা। এছাড়া বর্তমানে ছেলের বউ সাদিয়া রহমান আয়েশাও পরিবারের সদস্য।

শেয়ার করুন