মেঘলা আকাশ। কিছুটা ধূসর। বর্ষায় যেমন হয়। স্বাধীনতা দিবস পালনের জোরদার প্রস্তুতি চলছে বৃষ্টির মধ্যেই। তবে মুম্বাইয়ের চেহারা কিছুটা শুকনো। আকাশের সঙ্গে রং মিলিয়ে সাদা জামা পরে সারি দিয়ে দাঁড়ালেন খান পরিবারের সদস্যরা। স্বাধীনতা দিবসের আগের দিন মন্নতের বাইরেও উড়ল পতাকা।
‘হর ঘর তিরঙ্গা’ প্রচারে হাজার হাজার ভারতীয় নাগরিকের সঙ্গে শামিল হলেন শাহরুখ আর গৌরী খানও। শাহরুখের হাত ধরে ছোট ছেলে আব্রাম। গৌরীর পাশে সপ্রতিভ আরিয়ান। মুম্বাইয়ে তাদের বাংলো মন্নতের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করলেন তারা।
বিশাল পতাকার নীচে সেই পারিবারিক উদ্যাপনের ছবি ভাগ করে নিলেন গৌরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে দেশপ্রেম অনুভব করলেন একসঙ্গে।ছবিটি ভাগ করে নিয়ে সকলের উদ্দেশে গৌরী লিখেছেন, শুভ স্বাধীনতা দিব’। তবে চার জনের মাঝে মেয়ে সুহানা খানের অনুপস্থিতি টের পেলেন ভক্তরা। জানা গেছে, ব্যস্ততার কারণেই এই বিশেষ মুহূর্তে তিনি ছবিটির অংশ হতে পারেননি। জোয়া আখতারের পরিচালনায় তার প্রথম বলিউড ছবি ‘দ্য আর্চিস’ এর শ্যুটিংয়ে রয়েছেন শাহরুখ-কন্যা। সূত্র: আনন্দবাজার পত্রিকা
পরিচয়/এমউএ