ইউক্রেনে অর্থ সরবরাহ ত্বরান্বিত করতে আমেরিকার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। মঙ্গলবার ইউক্রেনের অর্থমন্ত্রী সের্গেই মার্চেনকোকে অভ্যর্থনাকালে তিনি এ আহ্বান জানান।
জ্যানেট আরো বলেন, বিদ্যমান প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনে দ্রুত অর্থ সরবরাহ করতে ও আরো কিছু করার জন্য এগিয়ে আসতে আমরা মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সরকার গত ৩০ সেপ্টেম্বর কংগ্রেসের অনুমোদনকৃত সাড়ে চারশো কোটি ডলার অর্থ আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরবরাহ শুরু করবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্যে ১২.৩ বিলিয়ন ডলারের যে অর্থসহায়তার প্যাকেজ হাতে নিয়েছে এটি তারই অংশ।
পরিচয়/সোহেল