নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বেজায় খুশি ইমরান খান

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২২ | ০৪:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ জুলাই ২০২২ | ০৪:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
বেজায় খুশি ইমরান খান

বেজায় খুশি পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাদের প্রত্যাশা অনুযায়ী, সুপ্রিম কোর্ট পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ছেলে হামজা শেহবাজকে অবৈধ ঘোষণা করেছে। বৈধ মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে পারভেজ এলাহিকে। শুধু তা-ই নয়, একই সঙ্গে সুপ্রিম কোর্ট গত রাতেই পারভেজ এলাহিকে শপথ বাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী তাকে রাতেই শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্য দিয়ে এটা ফুটে উঠেছে যে, কেন্দ্রে ক্ষমতাসীন সরকার কিভাবে পাঞ্জাবকে নিজেদের শক্তি ও কৌশল ব্যবহার করে অন্যায়ভাবে দখলে রাখতে চায় এবং চেষ্টা করেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর আজ বুধবার সমর্থকদের রাজপথে নেমে সেলিব্রেট করতে অনুরোধ করেছেন ইমরান খান। তিনি টুইটে বলেছেন, সব রকম হুমকি ও নির্যাতনের বিরুদ্ধে গিয়ে সংবিধান ও আইনের শাসনের পক্ষে থাকা এবং তা সমুন্নত রাখার জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের প্রশংসা জানাই আমি। ব্যারিস্টার আলি জাফর ও তার টিমকে পিটিআইয়ের পক্ষে আইনি লড়াই চালানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, জালিয়াতির উপনির্বাচনে অপ্রত্যাশিত ফলাফলের বিরুদ্ধে পাঞ্জাবের যেসব মানুষ বেরিয়ে এসেছিলেন, তাদের প্রতিও জানাই ধন্যবাদ।

শেয়ার করুন