নিউইয়র্ক     শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার রাশিয়ায় যৌথ মহড়া শুরু, অংশ নিচ্ছে চীন-ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২ | ০১:৩২ অপরাহ্ণ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ | ০১:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
বৃহস্পতিবার রাশিয়ায় যৌথ মহড়া শুরু, অংশ নিচ্ছে চীন-ভারত

বৃহস্পতিবার থেকে রাশিয়ার পূর্বাঞ্চলে সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে৷ চীন, ভারতসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের কয়েকটি দেশ এতে অংশ নিচ্ছে ৷ ‘ভস্তক ২০২২’ (পূর্ব ২০২২) নামের এই যৌথ মহড়ায় অংশ নিতে চীনা সেনাদের রাশিয়া যাওয়ার ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ৷ গত কয়েক বছরে রাশিয়া ও চীনের সেনারা বেশ কয়েকবার যৌথ মহড়ায় অংশ নিয়েছেন৷ জাপান সাগর ও পূর্ব চীন সাগরে নৌ মহড়াও করেছে তারা ৷

ভস্তক ২০২২-এ ৫০ হাজারের বেশি সেনা অংশ নেবেন৷ প্রায় ১৪০টি যুদ্ধবিমান ও ৬০টির মতো যুদ্ধজাহাজ ব্যবহার করা হবে ৷ তবে ২০১৮ সালে শেষবার অনুষ্ঠিত এমন মহড়ায় প্রায় তিন লাখ সেনা অংশ নিয়েছিল৷ যুদ্ধবিমান ছিল প্রায় এক হাজারটি৷ আরও ছিল প্রায় ৩৬ হাজার ট্যাঙ্ক ৷

রাশিয়া ও ইউক্রেনের সামরিক শক্তি নিয়ে গবেষণা করা সংস্থা ‘রোচ্যান’-এর পরিচালক কনরাড মুজিকা রয়টার্সকে বলেন, ‘‘গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে ছোট সামরিক মহড়া হতে যাচ্ছে৷” তার ধারনা, রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক ইউনিটের ৭০-৮০ শতাংশ সদস্য ইউক্রেনে মোতায়েন আছে৷ ফলে যৌথ মহড়ার জন্য ৫০ হাজার সেনা মোতায়েন করা মস্কোর জন্য ‘অসম্ভব’৷ ‘‘রাশিয়া দেখাতে চাইছে যে, সব ঠিক আছে এবং চীনের সঙ্গে বড় আকারের সামরিক মহড়া শুরুর ক্ষমতা তাদের আছে,” বলেন মুজিকা৷

রাশিয়া ও চীনের নৌসেনারা জাপান সাগরের উত্তর ও মধ্যাঞ্চলে মহড়ায় অংশ নেবেন বলে জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ফোমিন ৷ চীন ও ভারত ছাড়াও লাওস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া, আলজেরিয়া, সিরিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের কয়েকটি দেশের সেনার মহড়ায় অংশ নেবেন ৷ চীন মনে করে পশ্চিমা বিশ্বের ‘উসকানির’ কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে৷ এবং এই যুদ্ধের প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের দেয়া নিষেধাজ্ঞারও সমালোচনা করেছে চীন ৷

এদিকে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সাম্প্রতিক তাইওয়ান সফরকে ঘিরে উত্তেজনার সময় রাশিয়া চীনের প্রতি সমর্থন দেখিয়েছে ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছেন, কিয়েভ ও তাইপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বিশ্ব পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা ৷ চীন জানিয়েছে, রাশিয়ার মহড়ায় অংশ নেয়ার সঙ্গে ‘বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনো এপি, রয়টার্স, এএফপি, ইন্টারফ্যাক্স
পরিচয়/এমউএ

শেয়ার করুন