নিউইয়র্ক     মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৃটিশকারী অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী স্মরণে ব্রঙ্কসে শোকসভা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২ | ০১:১০ অপরাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ০৭:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
বৃটিশকারী অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী স্মরণে ব্রঙ্কসে শোকসভা

বৃটেনে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, লন্ডন বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডন্ট, বৃটিশ কারী অ্যাওয়ার্ড, স্পাইস বিজনেস ম্যাগাজিন ও এনাম আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জনাব অনাম আলীর মৃত্যুতে এক শোকসভা বৃহস্পতিবার (২১ জুলাই) ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউসে অনুষ্ঠিত হয়।

খলিল ফুড ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। শেফ খলিলুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা শহীদুল্লাহ। অনুষ্ঠানের উদ্যোক্তা, খলিল ফুড ফাউন্ডেশনের প্রধান শেফ খলিলুর রহমান, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মৃত্যুর এক সপ্তাহ আগেও তাঁর সাথে আমার কথা হয়েছে। বৃটেনের কারী শিল্পকে একটা পর্যায়ে নিতে গিয়ে তিনি যে পরিশ্রম করেছেন এ নিয়ে তার সাথে আমার বিস্তারিত আলাপ হয়। যুক্তরাষ্ট্রেও কারি শিল্পের বিকাশে তার সহযোগিতা চাইলে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এবছর নভেম্বরে তার সাথে সাক্ষাত করে এ ব্যাপারে আরো বিস্তারিত জানার কথা ছিলো। কিন্তু আমার দূর্ভাগ্য যে সে সূযোগ থেকে আমি বঞ্চিত হলাম। খলিলুর রহমান তার স্মরণে যুক্তরাষ্ট্র থেকে ‘এনাম আলী লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা এই কঠিন সময়ে মরহুমের স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তিদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান। অনুষ্ঠানে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশন এর সিইও আবু তাহের, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন তার জীবনের অনেক অজানা দিক নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক নবযুগ সম্পাদক সাহাব উদ্দিন সাগর, ইউএসএনিউজ.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি জাকি চৌধুরী, দাদা হোম কেয়ারের প্রেসিডেন্ট রিসফা ইসলাম, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির প্রেসিডেন্ট কামরুজ্জামান বাবু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নূরে আলম জিকু, বদররুদ্দোজা সাগর, শেলী জামান খান, স্বপন তালুকদার প্রমুখ। মরহুম এনাম আলীর আত্মীয় ক্যাপ্টেন তাসবিরুল আলম চৌধুরী ফোনে সংযুক্ত হয়ে তার জীবনের বিভিন্ন তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন মরহুম এনাম আলীর ছোট বেলার বন্ধু নিউইয়র্ক প্রবাসী ফকু চৌধুরী। মরহুম এনাম আলীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়দুল হক ও মাওলানা আবুল কাসেম ইয়াহিয়া। অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গেও মধ্যে বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিব রহমান, সাংবাদিক শাহেদ আলম ও দিদার চৌধুরী, পাক্ষিক অর্থকন্ঠ-এর ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই এনাম আলী মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন