নিউইয়র্ক     শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেনকে হোয়াইট হাউজে ঢুকতে দিতে চাননি ট্রাম্প: সিএনএন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০৫:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০৫:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাইডেনকে হোয়াইট হাউজে ঢুকতে দিতে চাননি ট্রাম্প: সিএনএন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হেরে যান। সেবার প্রেসিডেন্ট হন জো বাইডেন। গণমাধ্যম সিএনএন জানিয়েছে, নির্বাচনে হারার কয়েকদিন পর ট্রাম্প তার এক সহকর্মীকে বলেছিলেন, জো বাইডেনকে তিনি হোয়াইট হাউজে ঢুকতে দেবেন না। তিনিই হোয়াইট হাউজে থাকবেন।

হোয়াইট হাউজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হাবারম্যানের একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। সেই বইয়ে এগুলো উল্লেখ আছে বলে জানিয়েছে সিএনএন।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিক হাবারম্যান তার বইয়ে লিখেছেন, ট্রাম্প তার এক সহকর্মীকে বলেছেন, আমি হোয়াইট হাউজ ছেড়ে বের হচ্ছি না। আমরা কখনো যাবো না। ট্রাম্প আরেকজনকে বলেন, কিভাবে তুমি ছেড়ে চলে যাবে যখন তুমি নির্বাচনে জয় পেয়েছ।

ট্রাম্পের হোয়াইট হাউজ ছাড়তে অস্বীকৃতি জানানো এবং সেখানে বাইডেনকে ঢুকতে না দেওয়ার ইচ্ছার বিষয়টি এর আগে কখনো প্রকাশিত হয়নি। নিউইয়র্ক টাইমসের সাংবাদিকের লেখা বইয়ের মাধ্যমে এবারই প্রথমবার প্রকাশ্যে আসছে বিষয়টি। এর মাধ্যমে জানা যাচ্ছে, নির্বাচনে হারার পর কেমন পরিস্থিতি সৃষ্টি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

‘কনফিডেন্স ম্যান: মেকিং অব ডোনাল্ড ট্রাম্প এন্ড ব্রেকিং অব আমেরিকা’ শিরোনামে বইটি লিখেছেন ম্যাগি হাবারম্যান। ২০১৬ সাল থেকে ট্রাম্পের নির্বাচনকালীন ক্যাম্পেইনসহ সবকিছুর ওপর নজর রাখতে শুরু করেন নিউইয়র্ক টাইমসের এ সাংবাদিক। তিনি প্রায়ই ট্রাম্পকে নিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করতেন। যেগুলো নিয়ে তাকে রোষানলে পড়তে হতো। সূত্র: সিএনএন
পরিচয়/এমউএ

শেয়ার করুন