নিউইয়র্ক     সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে বৈঠকের পর গুরুত্বপূর্ণ যে ঘোষণা দিলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২ | ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ১৪ অক্টোবর ২০২২ | ১২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
পুতিনের সঙ্গে বৈঠকের পর গুরুত্বপূর্ণ যে ঘোষণা দিলেন এরদোগান

রাশিয়ার শস্য ও সার পরিবহণে তুরস্ক অঙ্গীকারাবদ্ধ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কাজাখস্তানের রাজধানী আস্তানায় একটি সম্মেলনের ফাঁকে দুই নেতা মিলিত হন। সেখানে তাদের মধ্যে একান্তে আলাপ হয়। খবর আনাদোলুর।

পরে এরদোগান জানান, রাশিয়ার সঙ্গে সম্পাদিত শস্য চুক্তি জোরদার ও দেশটির শস্য পরিবহণ করবে তুরস্ক। রাশিয়ার সার ও শস্য তুরস্ক হয়ে উন্নত বিশ্বে প্রবেশ করবে। এরদোগান বলেন, আমরা অনুন্নত দেশগুলোর দিকে দৃষ্টি দিতে চাই। গরিব দেশগুলোর জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করব।

ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর দিয়ে শস্য পরিবহণের একটি চুক্তি ছিল তুরস্ক, জাতিসংঘ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যেটি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হলে বন্ধ হয়ে যায়। এ বিষয়ে এরদোগান বলেন, তুরস্ক ও রাশিয়া যে পদক্ষেপ নিল এতে কিছু দেশের বিরক্তির কারণ হবে। কিন্তু এই পদেক্ষেপে অনুন্নত দেশগুলো উপকৃত হবে।

পরিচয়/সোহেল

শেয়ার করুন