যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাসায়নিক বা কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় বাইডেনকে জিজ্ঞাসা করা হয়, পুতিন রাসায়নিক বা কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করলে বাইডেন পুতিনকে কি বলবেন।
এ সময় বাইডেন পুতিনের উদ্দেশ্যে তিনবার বলেন, এমন করবেন না। আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুদ্ধের চেহারা পরিবর্তন করবেন। পুতিন যদি বিষয়গুলোকে এতদূর নিয়ে যান তবে যুক্তরাষ্ট্র কী করবে তা বিশদভাবে বলতে রাজি হননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এ ব্যাপারে তিনি বলেন, তারা বিশ্বের আগের চেয়ে আরও বেশি জাতিচু্যত হয়ে উঠবে। এবং তারা কী করে তার উপর নির্ভর করে পরবর্তী প্রতিক্রিয়া কি হবে তা নির্ধারণ করা হবে।
পরিচয়/সোহেল