নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়ার যে ভয়াবহ পরিণতির হুশিয়ারি যুক্তরাষ্ট্রের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৫:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৫:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়ার যে ভয়াবহ পরিণতির হুশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার ফল ভয়াবহ হবে বলে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গণভোটে ইউক্রেনের কোনো অংশে মস্কোর সাথে যোগ দিলে তাদের পরিপূর্ণ সুরক্ষা দেওয়া হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এমন ঘোষণার পর এই হুশিয়ারি আসল। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান এ কথা বলেন। খবর আলজাজিরার।

তিনি জানান, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র তার যথোপোযুক্ত জবাব দেবে। যার জন্য মস্কোর পরিণাম হবে ভয়াবহ। সুলিভান বলেন, যদি রাশিয়া সীমা অতিক্রম করে তবে তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে তার জবাব দেবে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তামাশা নয় প্রয়োজনে তিনি ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার করবেন।

পরিচয়/সোহেল

শেয়ার করুন