ভারতের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই খবরের শিরোনাম হন টালিউডের এই তারকা। গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) নিজের জন্মদিনের ঘরোয়া এক পার্টিতে নানা পদের খাবারের পাশাপাশি মদ পানের ব্যবস্থা করেন শ্রীলেখা মিত্র। আর সেই পার্টিতে মদ খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি।
আজ বুধবার (৩১ আগস্ট) এক ফেসবুক পোস্টে এই বিতর্ক নিয়ে ক্ষোভ ঝেরেছেন শ্রীলেখা। এ অভিনেত্রী বলেন-‘আমার টাকিলা (মদ) খাওয়ার ভিডিও ভাইরাল করেছে টিএমসির ছানাপোনারা। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়তো খুব কষ্ট পেয়েছে, আমার দামি মদ খাওয়া দেখে। আহারে! নিজের বাড়িতে নিজের পয়সায় নিজের জন্মদিনে খেয়েছি, বেশ করেছি। কারোর অনুপ্রেরণায় খাই না, আর ঘোমটার নীচে খ্যামটা নাচি না, বুঝলি চোরের দল?’
এ পোস্টে শ্রীলেখাকে সমর্থন করে তার অনুরাগীরা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘বার্থ ডে সেলিব্রেশনেও শান্তি নেই।’ তাতে অভিনেত্রীর জবাব, ‘সিরিয়াসলি মাইরি। জন্মদিনে মদ না খেয়ে গঙ্গাজল খাব যেন!’ আরেকজন লিখেছেন, ‘নিজের রোজগার করা টাকায় আনন্দ করলে লোকজনের সমস্যা তো হবেই দিদি। ঘুষ নিলে বা চুরি করলে সাতখুন মাফ হত তোমার।’
৩০ আগস্ট ছিল শ্রীলেখার জন্মদিন। এ উপলক্ষে ২৯ আগস্ট দিবাগত রাতে নিজের বাসায় ঘরোয়া পার্টির আয়োজন করেন। তার মেয়ে ছাড়াও আরো বেশ কজন কাছের মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ দিনে আনন্দে মেতে উঠেন এই অভিনেত্রী।
শ্রীলেখা আগেই ঘোষণা দিয়েছিলেন, এবারের জন্মদিনে নিজের আসল বয়স ভক্তদের জানাবেন। এ অভিনেত্রী তার কথা রেখেছেন। এদিন লাইভে এসে শ্রীলেখা বলেন-‘১৯৭২ সালের ৩০ আগস্ট আমার জন্মদিন। আমি পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাও করো, আমার কিছু যায় আসে না।’
পরিচয়/এমউএ