নিউইয়র্ক     মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিউ মেক্সিকোতে চার মুসলিম হত্যার নিন্দা জানালেন বাইডেন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২ | ০৫:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ আগস্ট ২০২২ | ০৫:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউ মেক্সিকোতে চার মুসলিম হত্যার নিন্দা জানালেন বাইডেন

নিউ মেক্সিকো সিটির সবচেয়ে বড় শহর আলবুকুরকু’তে চারজন মুসলিমকে হত্যার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার টুইটারে তিনি বলেছেন, আলবুকুরকুতে চারজন মুসলিমকে নৃশংসভাবে হত্যায় আমি ক্ষুব্ধ এবং শোকার্ত। পূর্ণাঙ্গ তদন্তের জন্য অপেক্ষা করছি। ভিকটিমদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা। মুসলিম সম্প্রদায়ের পাশে আমার প্রশাসন দৃঢ়ভাবে অবস্থান করছে। এই ঘৃণাজনিত হামলার কোনো স্থান নেই যুক্তরাষ্ট্রে।

নিউ মেক্সিকোর এই শহরের পুলিশ শনিবার বলেছে, তারা এসব মুসলিমকে হত্যার তদন্ত করছে। তারা মনে করছে গত বছর চতুর্থ একটি আত্মহত্যার ঘটনা ঘটে। তার সঙ্গে এই হত্যার কোনো সম্পর্ক থাকতে পারে। পুলিশ আরও বলেছে, তারা শুক্রবার রাতে সর্বশেষ নিহত ব্যক্তির সন্ধান পেয়েছে। লুথারান ফ্যামিলি সার্ভিসেস অফিসের কাছেই উদ্ধার করা হয় তার মৃতদেহ।
ওই অফিস থেকে শরণার্থীদের সহায়তা দেয়া হয়। শেষ ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তারা বলেছে, তার বয়স ২০ উত্তীর্ণ হবে। তিনি একজন মুসলিম। তিনি দক্ষিণ এশিয়ার কোনো দেশের নাগরিক হতে পারেন।

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ার তিনজন মুসলিমকে সম্প্রতি হত্যা করা হয়েছে। তার সঙ্গে শুক্রবার রাতের ওই হত্যার সম্পর্ক থাকতে পারে বলে বিশ্বাস করছেন তদন্তকারীরা। নিহত প্রথম তিন মুসলিমের মধ্যে দু’জনের বাড়ি পাকিস্তানে। তার মধ্যে একজনের বয়স ২৭ বছর। তার মৃতদেহ উদ্ধার করা হয় ১লা আগস্ট। ২৬ জুলাই উদ্ধার করা হয় ৪১ বছর বয়সী আরেক পাকিস্তানির মৃতদেহ।

এর আগে গত বছর নভেম্বরে একই শহরে হত্যা করা হয় এক আফগান মুসলিমকে। তার সঙ্গে এসব হত্যার কোনো সম্পর্ক আছে কিনা তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।

শেয়ার করুন