বর্তমানে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশের সাবেক জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়ন ও সাবেক জাতীয় দাবাড়ু নেয়ামুল নিরু সম্প্রতি বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্থা (ফিদে) কর্তৃক ফিদে ইন্সট্রাকটর হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।
উল্লেখ্য, তিনিই প্রথম প্রবাসী বাংলাদেশী যিনি ফিদে ইন্সট্রাকটর হিসেবে স্বীকৃতি অর্জন করতে পেয়েছেন। নেয়ামুল নিরু নেয়ামুল চেজ একাডেমীর প্রতিষ্ঠাতা। -প্রেস বিজ্ঞপ্তি
পরিচয়/টিএ