নিউইয়র্ক     সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তাইওয়ানকে কখনো ছুড়ে ফেলবে না যুক্তরাষ্ট্র: পেলোসি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
তাইওয়ানকে কখনো ছুড়ে ফেলবে না যুক্তরাষ্ট্র: পেলোসি

চীনা হুমকির মুখে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। স্থানীয় সময় বুধবার (৩ আগস্ট) পেলোসি সেখানকার প্রেসিডেন্টের প্রাসাদে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র কখনো তাইওয়ানকে পরিত্যাগ করবে না।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, পেলোসি বলেছেন, ‘আমাদের এই সফরই দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট যে, তাইওয়ানের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গ করব না আমরা। তাইওয়ানকে কখনো ছুড়ে ফেলবে না যুক্তরাষ্ট্র। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এর আগে তাইওয়ানে নেমে বুধবার সকালে দেশটির পার্লামেন্টে যান যুক্তরাষ্ট্রের স্পিকার ও দেশটির ডেমোক্রেটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি।

পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় আদান-প্রদান আরও বাড়াতে চান তিনি। একই সঙ্গে তাইওয়ানকে ‘বিশ্বের অন্যতম মুক্ত সমাজ’ হিসেবে আখ্যায়িত করেন পেলোসি।

এদিকে চীন কোনোভাবেই পেলোসির এই সফরকে মানতে পারছে না। এই সফর নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘পেলোসি যদি তাইওয়ান সফরে যান, তাহলে চীনের সামরিক বাহিনী অলস বসে থাকবে না।’ তারও আগে চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে তাইওয়ান ইস্যুতে বাইডেনকে হুমকি দিয়ে বলেন, ‘আগুন নিয়ে খেললে পুড়তে হবে।

শেয়ার করুন