যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিদ্যালয়ে নির্বিচারে গুলির ঘটনা প্রতিরোধে যথাসময়ে ব্যবস্থা না নেয়ায় অভিযুক্ত পুলিশ প্রধানকে বরখাস্ত করা হয়েছে। উভালদে শহরের ওই হামলায় দুই শিক্ষকসহ ১৯ শিশু শিক্ষার্থী নিহত হয়। বিদ্যালয় কমিটির সদস্যদের সবাই শহরে পুলিশ প্রধান পিট অ্যারেডোন্ডোকে বরখাস্তের পক্ষে মত দিয়েছেন।
জুন মাস থেকে তিনি ছুটিতে রয়েছেন। তার আইনজীবী জানান, পিট জানতেন না, বন্দুকধারী শ্রেণীকক্ষ আছে। গুলির ঘটনার তিন মাস পর স্থানীয় পুলিশ প্রধানকে বহিষ্কার করা হলো।বিদ্যালয় কমিটির শুনানির সময় অ্যারেডোন্ডো উপস্থিত ছিলেন না। তবে তার পক্ষে আইনজীবী প্রায় ১৭ পাতার একটি বিবৃতি পড়ে শোনান। সেখানে তিনি পুলিশ প্রধানকে নির্দোষ দাবি করেন।
চলতি বছরের ২৪ মে উভালদের রব প্রাথমিক বিদ্যালয়ে হামলা হয়। তখন পুলিশের কার্যক্রম নিয়ে অভিভাবক এবং তাদের আত্মীয়স্বজন গভীর ক্ষোভ প্রকাশ করেন। চাপ বাড়ছিলো জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার। হামলাকারীকে নিবৃত করতে ৭৭ মিনিট দেরি করেন পিট। এ কারণে সমালোচনার মুখে পড়ের তিনি।পুলিশের প্রথম ব্যক্তি পিট, যার বিরুদ্ধে ওই ঘটনায় শাস্তি দেয়া হলো। সূএ : একাত্তর
পরিচয়/এমউএ