নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

বৃষ্টির কারণে আট ওভারে নেমে এলো কুড়ি ওভারের ম্যাচটি। যে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে জিতেছে ভারত। আর মাত্র আট ওভারের ম্যাচেই বিশ্বরেকর্ডটি গড়ে ফেললেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। অবশ্য এ ম্যাচের আগেই রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন তিনি।

শুক্রবার নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত। ম্যাচে রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে নাস্তানাবুদ হয় অস্ট্রেলিয়া। রোহিত ২০ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন। আর এরই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা মারার মালিক হয়ে যান রোহিত।

এ ম্যাচের আগে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটার মার্টিন গাপটিল ও রোহিত শর্মা। দুজনের ছক্কার সংখ্যা ছিল ১৭২। তবে শুক্রবার ৪ ছক্কা হাঁকিয়ে সিংহাসনটা নিজের করে নিলেন ভারতের অধিনায়ক (১৭৬টি)।

সে হিসাবে তালিকায় দ্বিতীয়তে নেমে এলেন গাপটিল। তৃতীয় স্থানটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। টি-টোয়েন্টিতে ক্যারিবীয় জায়ান্টের ছক্কার সংখ্যা ১২৪টি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যান ১২০টি এবং অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১৯ ছক্কা নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন।
পরিচয়/সোহেল

শেয়ার করুন