বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক ইন্ক জ্যামাইকায় তাজমহল পার্টি হলে চারদিন ব্যাপী দুর্গাপূজার বর্ণাঢ্য আয়োজন করে।
রোববার (২ অক্টোবর) পূজা উৎসবের উদ্বোধনী দিনে মন্ডপে উপস্থিত হন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
উপস্থিত ভক্ত ও সুধীবৃন্দের উদ্দেশ্য তিনি বলেন, বেদান্ত সোসাইিিটর পুজায় আসতে পেরে তিনি আনন্দিত ও কৃতার্থ। নিউইয়র্ক সিটি সবার। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সবাই যেন স্বাচ্ছন্দে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে পারেন সেজন্য সিটি প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল সুযোগসুবিধা নিশ্চিত করা হয়েছে।
প্রতিদিন বেলা সাড়ে ১২টা থেকে শুরু হয় পূজা অর্চনা। এতে প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার পুরোহিত ছিলেন টিটন আচার্যী।অনুষ্ঠানমালার সঞ্চালনায় ছিলেন অসীম সাহা।
দুর্গোৎসবের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক ইন্ক-এর সভাপতি পূর্ণ চন্দ্র মুখার্জী এবং সাধারণ সম্পাদক রীনা সাহাসহ কার্যকরী কমিটির কর্মকর্তাবৃন্দ।
পরিচয়/টিএ