নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২ | ১০:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ আগস্ট ২০২২ | ১০:২৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ

তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চলাকালে চীনের ছোড়া পাঁচটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়েছে বলে মনে করছেন জাপানি কর্মকর্তারা। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
বেইজিংয়ের কড়া সতর্কবার্তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি গত বৃহস্পতিবার তাইওয়ান সফর করেছেন। এরপর থেকে তাইওয়ানের চারপাশ ঘিরে সর্বকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন।

জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেশটির উপকূলরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এর আঞ্চলিক জলসীমার বাইরে এবং জাপানের দক্ষিণতম দ্বীপ অঞ্চল ওকিনাওয়ার কিছু অংশ তাইওয়ানের কাছাকাছি।

বৃহস্পতিবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি সাংবাদিকদের বলেছেন, ‘চীনের ছোড়া ৯টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়েছে বলে মনে করা হচ্ছে।’

এ ব্যাপারে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন নোবুও কিশি। তিনি বলেছেন, ‘একটি গুরুতর সমস্যা, যা আমাদের জাতীয় নিরাপত্তা ও আমাদের নাগরিকদের নিরাপত্তাকে প্রভাবিত করে।’

নোবুও কিশি বলেছেন, ‘যে পাঁচটি ক্ষেপণাস্ত্র বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে, সেগুলো ওকিনাওয়ার হেটেরুমা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বিস্ফোরিত হয়েছে বলে মনে হচ্ছে।’

জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এই প্রথমবারের মতো পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশিও তাইওয়ানের আশপাশে বেইজিংয়ের সামরিক মহড়াকে অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। নমপেনে তিনি সাংবাদিকদের বলেন, ‘চীনের গত কয়েক দিনের পদক্ষেপগুলো এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলছে।’

 

শেয়ার করুন