জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মাদ আবদুল মুহিত নিউইয়র্কে এসে পৌছেছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে তিনি নিউইয়র্ক পৌছান।
তিনি নিউইয়র্কে পৌছার পর জন এফ কেনেডী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ স্থায়ী মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এসময় তাকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়।
রাষ্ট্রদূত মোহাম্মাদ আবদুল মুহিতকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসান ও তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা প্রমুখ।
উল্লেখ্য, রাষ্ট্রদূত মোহাম্মাদ আবদুল মুহিত বিদায়ী রাষ্ট্রদূত রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হচ্ছেন।