হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যার চেষ্টা করেছিল ইরান। বুধবার এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র জাস্টিস ডিপার্টমেন্ট। তাকে হত্যা চেষ্টার অভিযোগে ইরানের ‘ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস’-এর এক সদস্যের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে। এ খবর দিয়েছে এএফপি।
খবরে জানানো হয়, অভিযুক্ত ওই ইরানির নাম শাহরাম পুরসফি। ৪৫ বছরের শাহরাম মেহদি রেজায়ি নামেও পরিচিত। তিনি এক যুক্তরাষ্ট্র নাগরিককে ৩ লাখ ডলার দেয়ার প্রস্তাব দেন। বিনিময়ে তাকে জন বোল্টনকে হত্যা করতে হবে এমন চুক্তি হয়। যুক্তরাষ্ট্র ধারণা করছে, ২০২০ সালের জানুয়ারি মাসে ইরানি কম্যান্ডার কাসেম সুলাইমানির হত্যাকা-ের প্রতিশোধ নিতেই বোল্টনকে হত্যার পরিকল্পনা করে ইরান।
২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনর্বহাল করতে বর্তমানে ভিয়েনায় আলোচনা চলছে। এরমধ্যেই ইরানের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে এলো। ইরান নিজেই মাসের পর মাস ধরে চুক্তিটি আটকে রাখছে।দেশটির দাবি, কোনো চুক্তিতে পৌঁছাতে হলে তার আগে অবশ্যই যুক্তরাষ্ট্রকে ইরানের ‘ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস’-কে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে হবে।
পরিচয়/এমউএ