ঢাকাই সিনেমার কুইন পরীমণি ছেলে সন্তানের মা হয়েছেন সেটি সবারই জানা। গতকাল বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভূমিষ্ঠ হয় পরীর ছেলে সন্তান।সচারচর তারকারা তাদের সন্তানকে সহজে প্রকাশ্যে আনতে চান না। এমনকি তাদের ছবিও প্রকাশ করা থেকে বিরত থাকেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম পরীমণি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার ২৪ ঘণ্টা না পেরুতেই আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন এই নায়িকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সাথে নিজের ছবি শেয়ার করে তার পুরো নামও জানিয়েছেন পরীমণি। পরী-রাজ দম্পতি ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। পুত্র সন্তান হলে তার নাম রাজ্য রাখা হবে তা আগেই জানিয়েছিলেন পরী। ছবির ক্যাপশনে পরী লিখেছেন, তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র ৷ এর আগে গতকাল বুধবার স্ত্রী পরীমণিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করেন রাজ। বর-কনের পোশাকে রাজ-পরী, এমন একটি ছবি শেয়ার করে রাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অভিনন্দন আমার প্রিয় পত্নী পরীমণি।’
পরিচয়/এমউএ